উলূমুল কুরআন বিষয়ক সর্ব প্রথম কিতাব

মুহাম্মদ জাহিদুল ইসলামউলূমুল কুরআন বিষয়ক সর্ব প্রথম কিতাব

উলূমুল কুরআন বিষয়ক সর্ব প্রথম কিতাব আল্লামা সূয়ূতী রহ. ‘আল-ইতকান ফী উলূমিল কুরআন’ কিতাবের ভূমিকায় উলূমুল কুরআন সংক্রান্ত বিষয়ে রচিত কিতাবগুলোর আলোচনা করেছেন। নিজ রচিত কিতাবে যে নিয়মে বিষয়গুলো সাজিয়েছেন সে নিয়মে রচিত কিতাবগুলোর আলোচনা ভূমিকায় স্থান দিয়েছেন। কিন্তু উলূমুল কুরআন বিষয়ে রচিত পূর্ববর্তী সকল কিতাবেই আল-ইতকান ফী উলূমিল কুরআনে উল্লিখিত বিষয়গুলোর তুলনায় অনেক অল্প

উলূমুল কুরআন বিষয়ক সর্ব প্রথম কিতাব

আল্লামা সূয়ূতী রহ. ‘আল-ইতকান ফী উলূমিল কুরআন’ কিতাবের ভূমিকায় উলূমুল কুরআন সংক্রান্ত বিষয়ে রচিত কিতাবগুলোর আলোচনা করেছেন। নিজ রচিত কিতাবে যে নিয়মে বিষয়গুলো সাজিয়েছেন সে নিয়মে রচিত কিতাবগুলোর আলোচনা ভূমিকায় স্থান দিয়েছেন। কিন্তু উলূমুল কুরআন বিষয়ে রচিত পূর্ববর্তী সকল কিতাবেই আল-ইতকান ফী উলূমিল কুরআনে উল্লিখিত বিষয়গুলোর তুলনায় অনেক অল্প বিষয়ের আলোচনা স্থান পেয়েছে।

 

আল্লামা সূয়ূতী রহ. শাস্ত্র আকারে উলূমুল কুরআন সংক্রান্ত রচিত কিতাবাদির তালিকায় প্রথম উল্লেখ করেছেন ইবনুল জাওযী রহ. (৫৯৭হি.) কর্তৃক রচিত ‘ফুনূনুল আফনান ফী উয়ূনী উলূমিল কুরআন’ কিতাবটিকে।

এরপর উল্লেখ করেছেন শায়খ আলামুদ্দীন আস-সাখাবী (৬৪৩ হি.) রহ. কর্তৃক রচিত ‘জামালুল র্ক্বুরা’ ।

এরপর আবু শা-মাহ (৬৬৫ হি.) রহ. কর্তৃক রচিত ‘আল-মুরশিদুল ওয়াজিয ফী উলূমিন তাতাআল্লাকু বিল কুরআনিল আযীয’।

এরপর শায়যালাহ (৪৯৩ হি.) রহ. কর্তৃক রচিত ‘আল-বুরহান ফী মুশকিলা-তিল কুরআন’ এর আলোচনা।

আল্লামা ইমাম সূয়ূতী রহ. শায়যালাহ রহ. কর্তৃক রচিত ‘আল-বুরহান ফী উলূমিল কুরআন’ কিতাবটি যা ইবনুল জাওযী রহ. কর্তৃক রচিত ‘ফুনূনুল আফনান’ এর শত বছরের অধিক পূর্বে হওয়া সত্ত্বেও পরে উল্লেখ করেছেন, ‘ফুনূনুল আফনান’ কিতাবটি বিষয়ের উল্লেখের দিক দিয়ে আল্লামা সূয়ূতী রহ. এর নিকট অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে।

শায়খ আব্দুল আজীম আয-যুরক্বানী রহ. বলেন, হিজরী চতুর্দশ এর পূর্বে ফন হিসেবে উলূমুল কুরআন বিষয়ে কেউ লিখেছেন বা লেখার ইচ্ছা করেছেন এমন কাউকে আমার জানা নেই। এর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন শাস্ত্র হিসেবে উলূমুল কুরআন এর প্রথম কিতাব হলো, আলী বিন ইবরাহীম বিন সাঈদ আল-হুফী (৪৩০হি.) কর্তৃক রচিত ‘আল বুরহান ফী উলুমিল কুরআন’ যা ৩০ ভলিউমে সমাপ্ত।

ড. হাসান যিয়াউদ্দীন ইতর উক্ত কিতাবরে ব্যাপারে বলেন, এ কিতাবটি মুলত তাফসীরের কিতাব। উলূমুল কুরআন এর পরিচিত ব্যবহারিক অর্থে এটি উলূমুল কুরআন এর কিতাব না।

মুহাম্মাদ আবুল ফজল ইবরাহীম রহ. মনে করেন স্বতন্ত্র উলূমুল কুরআন বিষয়ে রচিত সর্ব প্রথম কিতাব হলো অষ্টম শতাব্দীতে আল্লামা বদরুদ্দীন যারকাশী রহ. রচিত ‘আল বুরহান ফী উলূমিল কুরআন’।

ড. সুবহী সালেহ রহ. বলেন ‘উলূমুল কুরআন’ স্পষ্ট এ শিরোণামে প্রকাশিত গ্রন্থাবলীর মাঝে আমাদের দৃষ্টিতে তৃতীয় শতাব্দীতে প্রকাশিত মুহাম্মদ বিন খালাফ আল-মারযুবান (৩০৯ হি.) কর্তৃক রচিত ‘আল-হাওয়ী ফী উলূমিল কুরআন’ সর্বাগ্রে। এ কিতাবটি ২৭ খন্ডে সমাপ্ত। এ কিতাবটির বিশালতার দিকে লক্ষ্য করে এটিকেও তাফসীরের কিতাব মনে করা হয়।

ফুনূনুল আফনান এর ‘ফাওয়ায়িদ সংযোজনকারী’ ড. হাসান যিয়াউদ্দীন ইতর বলেন, আমার ধারণা, এ বিষয়ের সর্বাগ্রের কিতাব হলো আবু বকর মুহাম্মদ বিন কাসেম আল-আম্বারী (৩৩৭হি.) রহ. কর্তৃক রচিত ‘আজায়িবু উলূমিল কুরআন’। উল্লিখিত কিতাবে মুসান্নিফ ফাযায়েলে কুরআন নুযূলে কুরআন আলা সাবআতি আহরুফ, কিতাবাতুল মাসাহিফ, সূরা-আয়াত ও কালিমার সংখ্যা বিষয়ক আলোচনা করেছেন। কিতাবটির এক কপি আলেকজান্দ্রিয়ার কেন্দ্রিয় পাঠাগারে পাওয়া যায়। (ফুনূনুল আফনান ফী উয়ূনি উলূমিল কুরআন এর ভূমিকা: ৭২-৭৪)

চলমান পোষ্ট

মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলো * দ্বারা চিহ্নিত করা আছে।

সর্বশেষ পোস্ট

শীর্ষ লেখক

সর্বাধিক মন্তব্য

বৈশিষ্ট্যযুক্ত ভিডিও

ক্যাটাগরি