তাফসীরে- রূহুল মা‘আনী- পরিচিতি

তাফসীরে- রূহুল মা‘আনী- পরিচিতি
মুহাম্মদ জাহিদুল ইসলামতাফসীরে রূহুল মা‘আনী পরিচিতি

তাফসীরে রূহুল মা‘আনী পরিচিতি তাফসীর বিদদিরায়াহর মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাফসীর গ্রন্থ হল তাফসীরে রূহুল মা‘আনী। গ্রন্থটির পুরা নাম “রূহুল মা‘আনী ফী তাফসীরিল কুরআনিল আযীম ওয়াস্সাবয়িল মাসানী”  লেখক পরিচিতি: এ বিশাল তাফসীর গ্রন্থটির রচনাকারীর নাম মাহমূদ, উপণাম আবুসসানা, উপাধি শিহাবুদ্দীন, পিতার নাম আব্দুল্লাহ, নিসবাত হুসাইনী, আলূসী বাগদাদী। বারশত সতের (১২১৭) হিজরীর শাবান মাসে বাগদাদ শহরে

তাফসীরে রূহুল মা‘আনী পরিচিতি
তাফসীর বিদদিরায়াহর মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাফসীর গ্রন্থ হল তাফসীরে রূহুল মা‘আনী। গ্রন্থটির পুরা নাম “রূহুল মা‘আনী ফী তাফসীরিল কুরআনিল আযীম ওয়াস্সাবয়িল মাসানী”

 লেখক পরিচিতি:

এ বিশাল তাফসীর গ্রন্থটির রচনাকারীর নাম মাহমূদ, উপণাম আবুসসানা, উপাধি শিহাবুদ্দীন, পিতার নাম আব্দুল্লাহ, নিসবাত হুসাইনী, আলূসী বাগদাদী।

বারশত সতের (১২১৭) হিজরীর শাবান মাসে বাগদাদ শহরে জন্ম গ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন পড়া-লেখার প্রতি পরম আগ্রহী। তাঁর পিতাসহ তৎকালীন যুগের বড় বড় অনেক আলেমের নিকট প্রয়োজনীয় সকল বিষয়ে শিক্ষা লাভ করেন।

তাঁর উস্তাদদের মাঝে খালেদ নকশবন্দি, আলাউদ্দীন মূসেলী বিশেষভাবে উল্লেখযোগ্য। তের বৎসর বয়সে দরস দান ও গ্রন্থ রচনার কাজে নিজেকে নিয়োজিত করেন। ফলে দূরদুরান্তের ছাত্রগণ তাঁর ইলমী বর্ণনার ঝর্ণা থেকে ইলমের তৃষ্ণা নিবারণ করেন। বিভিন্ন শহরের আলেমগণও তাঁর থেকে বিভিন্নভাবে উপকৃত হন। মাত্র বিশ বৎসর বয়স হতেই তিনি কুরআনের তাত্ত্বিক প্রশ্নের জওয়াব দিতে শুরু করেন। বারশত আটচল্লিশ হিজরীতে তিনি ফতওয়া প্রদানের কাজে নিয়োজিত হন।

তিনি এত অল্প সময়েই এমনভাবে নিজের ব্যাক্তিত্ব বিকাশে সক্ষম হন যে সমকালীন আলেমগনের মধ্যে শীর্ষস্থানে আরোহণ করেন। তিনি হানাফী মাযহাবের অনুস্মরণকারী ছিলেন। শেষদিকে অবশ্য তিনি নিজেই ইজতিহাদের প্রতি ঝুকে পরেন। তিনি বিভিন্ন ভাষায় বহু গ্রন্থ রচনা করেছেন। তার মধ্য হতে তাফসীরে রূহুল মা‘আনী বিশেষভাবে উল্লেখযোগ্য।

বারশত সত্তর (১২৭০) হিজরীর সফর মাসে তিনি ইনতিকাল করেন। এবং র্কাখ এলাকায় শাইখ মারুফ কারখীর কবরস্তানে সমাহিত হন।

তাফসীরে রূহুল মা‘আনীর পরিচিতি
স্বপ্ন যোগে ইঙ্গিত লাভ করে বারশত বায়ান্ন হিজরীর শাবান মাস হতে এ তাফসীর গ্রন্থ সংকলনের কাজ আরম্ভ হয় এবং অন্যান্য দ্বীনী কাজ আঞ্জাম দেয়ার পাশাপাশি তাফসীর গ্রন্থ সংকলনের কাজও ধারাবাহিকভাবে চলতে থাকে। ফলে বারশত সাতষাট্টি হিজরীতে এর সংকলন সমাপ্ত হয়।

বৈশিষ্ট্য
* এতে শি‘আ, মু‘তাযিলাসহ বিভিন্ন ভ্রান্ত দলের মতবাদ খন্ডন করা হয়েছে।* সৃষ্টি জগত সংক্রান্ত আয়াতের তাফসীরে দলীল-প্রমাণসহ ফুকাহায়ে কিরামের মতামত পুরোপুরিভাবে আলোচনা করা হয়েছে।
* বিভিন্ন ইসরাঈলী রিওয়ায়াত ও ভিত্তিহীন উক্তির অসারতা প্রমাণ করা হয়েছে।
* নাহু-সরফ ও বালাগাতের আলোচনার পাশাপাশি জটিল শব্দের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে।
* সংকলক ইরাকের সুফীগণের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এ কিতাবে অনেক আয়াতের তাফসীরের ক্ষেত্রে আধ্যাতিকতাপূর্ণ তাফসীরও স্থান লাভ করেছে।

গ্রন্থটি আরব ও অনারব তথা সর্বত্র ব্যাপক সমাদৃতি অর্জণ করে।

এ গ্রন্থের গুরুত্ব অনুধাবন করে অনেকেই এ গ্রন্থ নিয়ে গবেষণা করেন। এবং এর দ্বারা আরো অধিকতর উপকার লাভের আশায় এতে নিম্নোক্ত বিষয়গুলো সংযোজন করেন-

তাফসীরে রূহুল মা‘আনী কিতাবে পরবর্তিতে সংযোজিত বিষয়গুলো নিম্নরূপ:
১.হাদীস ও উক্তির উদ্ধৃতি সংযোজন।

২.আভিধানিক অর্থের ব্যাখ্যা সংযোজন।

৩.তাফসীরের প্রয়োজনীয় টীকা সংযোজন ইত্যাদী।

তাফসীরে রূহুল মা‘আনী গ্রন্থটি সংকলনে যেসব কিতাবের সহযোগিতা গ্রহণ করা হয়েছে সেগুলো নিম্নরূপ:
১.তাফসীরে আবুহায়্যান।

২.তাফসীরে কাশ্শাফ।

৩.তাফসীরে আবিস্সউদ।

৪.তাফসীরে বাইযাবী। ও

৫.তাফসীরে কাবীর প্রভৃতি।

চলমান পোষ্ট

মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলো * দ্বারা চিহ্নিত করা আছে।

সর্বশেষ পোস্ট

শীর্ষ লেখক

সর্বাধিক মন্তব্য

বৈশিষ্ট্যযুক্ত ভিডিও

ক্যাটাগরি