হযরত বেলাল (রা) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুয়াজ্জিন… প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় -অতি প্রিয় সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে মাসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। শেষ সময় ঘনিয়ে এলে স্ত্রী বললেন, আফসোস! আপনি চলে যাচ্ছেন !! হযরত বেলাল বললেন…… “আফসোস
হযরত বেলাল (রা) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুয়াজ্জিন…
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় -অতি প্রিয় সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে মাসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। শেষ সময় ঘনিয়ে এলে স্ত্রী বললেন, আফসোস! আপনি চলে যাচ্ছেন !! হযরত বেলাল বললেন……
“আফসোস এর কি আছে? এতো দারুন খুশির ব্যাপার । বন্ধুদের সাথে দেখা হবে। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাথীদের সাথে মিলিত হবো।” (উবায়দুর রহমান খান নদভীর রচনা হতে)
یُّصۡلِحۡ لَكُمۡ اَعۡمَالَكُمۡ وَ یَغۡفِرۡ لَكُمۡ ذُنُوۡبَكُمۡ ؕ وَ مَنۡ یُّطِعِ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِیۡمًا
তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।
আর যে ব্যক্তিআল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল
💕💕
হযরত যুননূন মিসরী রাহ. (মৃ ২৪৫ হিজরী)
বিশিষ্ট সূফী সাধক ও আলেম। শেষ সময়ে তাঁর অন্তিম ইচ্ছা সম্পর্কে জানতে চাওয় হলে তিনি বলেন, “মৃত্যুর আগে এক মূহুর্তের জন্যে হলেও যেন তার সাথে আরেকটু পরিচিত হয়ে যেতে পারি। এরপর তিনি একটি আরবি কবিতা আবৃত্তি করেন যার মর্মার্থ এই : ভীতি আমাকে অসুস্থ করে দিয়েছে। আশা ফিরিয়ে দিয়েছে প্রাণ। প্রেম ও আসক্তি আমায় দুর্বল করে দিয়েছে কিন্ত আল্লাহর পরিচয় আমাকে দিয়েছে সঞ্জীবনী সুধা। আবৃত্তি শেষ করেই তিনি বেহুঁশ হয়ে যান।
পূর্ণ একদিন বেহুঁশ থাকার পর যখন সজ্ঞান হন, তখন ইউসুফ ইবনে হোসাইন তার নিকট কিছু নসিহত করার আবদার করলে হযরত যুননুন মিসরী বলেন______✒️
“ এ মূহুর্তে অন্য কোন বিষয়ের প্রতি আমার মনোযোগ আকৃষ্ট করো না, এখন আমি মহান পালনকর্তার সীমাহীন নেয়ামতের দৃশ্য প্রত্যক্ষ করে আপলুত হচ্ছি।”
এ কথা শেষ হওয়ার পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন—-[ইন্নানিল্লাল্লাহ্]
চলবে…..✒️
মতামত দিন
আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলো * দ্বারা চিহ্নিত করা আছে।