তাফসীরুল কুরআন এর অগ্রহণযোগ্য উৎস তাফসীরুল কুরআনের গ্রহণযোগ্য উৎসসমূহ জানার পর আমাদের জন্য অপরিহায্য হল তাফসীরুল কুরআনের অগ্রহণযোগ্য ও পরিত্যায্য উৎসসমূহ চিহ্নিত করা এবং সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অজর্ণ করা। যেসব বিষয়কে কেউ কেউ তাফসীরুল কুরআনের উৎস ধারণা করে মারাত্নক ভুলের শিকার হয়েছেন। এমনকি কখনো চরম বিভ্রান্তিতেও পতিত হয়েছেন। নিম্নে তাফসীরুল কুরআনের পরিত্যায্য উৎসসমূহের ধারাবাহিক
দ্বীন পালনে বলপ্রয়োগ কি ‘বাড়াবাড়ি’ ? মুরতাদের শাস্তিদান কি কুরআন-পরিপন্থি? لَا إِكْرَاهَ فِي الدِّينِ “দ্বীনের বিষয়ে কোন জবরদস্তি নেই।” (সূরা বাকারা:256) মুসলিমদেরকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কোন কোন ক্ষেত্রে এ বিষয়ে বলপ্রয়োগ ও জবরদস্তিরও বিধান রয়েছে। যেমন এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যায় কাজে বাধা দেয়ার তিনটি স্তর বর্ণনা করেছেন। তন্মধ্যে